রাঙামাটিতে দু’দিনব্যপী ফ্রি হোমিও চিকিৎসা ক্যাম্প

465

p....4-1

মোঃ গোলাম মোস্তফা- ৭ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটিতে এই প্রথম বারের মতো ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে হোমিও চিকিৎসা প্রদান করেছে সিপিএইচডি। সোমবার সকালে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ে সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সিপিএইচডি)’র আয়োজনে ও স্থানীয় জাকের পার্টির সহায়তায় দু’দিনব্যাপী এই ফ্রি হোমিও চিকিৎসা ক্যাম্প শুরু হয়। আজ মঙ্গলবার চিকিৎসা প্রদান করা হবে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায়। হোমিও চিকিৎসা ক্যাম্পে হাপানী, ডাইবেটিস, ব্লাড পেসারসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

সিপিএইচডি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী খাজা সায়েম আমির ফয়সাল এর নেতৃত্বে এবং মোঃ মোরশেদ হাছান এর সহযোগিতায় রোগীদের চিকিৎসা প্রদান করছেন হোমিও ডা. মোঃ নুরুল হুদা, ডা মোঃ আরিফুল ইসলাম, ডা.মোঃ কাউছার আহম্মেদ প্রমুখ। জেলা জাকের পার্টি নেতা জামশেদুল আলম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সিপিএইচডি’র সদস্য মোঃ আবুল কালাম, মোঃ জিয়াউর রহমান, শিশির আহম্মেদ ।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান