রাঙামাটিতে দ্রব্য মূল্য বৃদ্ধি প্রতিবাদে বিএনপির মানববন্ধন

483

॥ স্টাফ রিপোর্টার ॥
দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সদর থানা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে সদর থানা বিএনপি ও জেলা বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সদর থানা বিএনপির সহ-সভাপতি বরুণ চন্দ্র রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা জাসাসের সভাপতি আবুল হোসেন বালি, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. জামাল উদ্দীন ও সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গু।