রাঙামাটিতে নগর মহিলা দলের পরিচিতি সভা

93

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, রাঙামাটি নগর শাখার উদ্যোগে সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।

বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার। প্রধান বক্তা ছিলেন- জেলা মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল। নগর মহিলা দলের সভাপতি রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা।

সভায় পৌর মহিলাদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মহিলা দলকে শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। সংক্ষিপ্ত আলোচনা সভার পর অতিথিরা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি হস্তান্তর করেন।