রাঙামাটিতে নারী প্রগতি সংঘের তথ্য শেয়ারিং সভা

370

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প কর্মসূচি তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদারের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

সভায় প্রকল্পের পার্টনার এনজিও টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা,প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা,উইমেন এডুকেশন এডভান্সমেন্ট এমপাওয়ারমেন্ট এর নির্বাহী পরিচালক নেই প্রু মেরী,হিল ফ্লাউয়ার এর প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রীতি রঞ্জন তঞ্চঙ্গ্যা এবং স্থানীয় সুফলভোগী এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের কিশোরীরা প্রজনন স্বাস্থ্য,জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খুব বেশি সচেতন নয়। রাঙামাটি জেলার ১০টি উপজেলায় ১২০টি কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে গ্রামাঞ্চলের কুসংস্কার সম্পন্ন নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।তিনি টেকসই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যাতে উপকার পায়, সেবা গ্রহণ করতে পারে সেদিকে নজর রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।