রাঙামাটিতে নৌকার প্রচারণায় নামলেন মিসেস তালুকদার

148

॥ স্টাফ রিপোর্টার ॥

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাঙামাটি ২৯৯নং আসনে সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে প্রচারণায় নেমেছেন তার সহধর্মীনী বিটা তালুকদার। মঙ্গলবার দিনব্যাপি কর্মী-সমর্থকদের নিয়ে ৬নং ওয়ার্ডের মুসলিম পাড়া, রাজমনি পাড়া, কালী মন্দির এলাকা ও যুব উন্নয়ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালান মিসেস তালুকদার ।

এসময় ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল মাওলা, কো-চেয়ারম্যান ফিরোজা বেগম চিনু, সদস্য সচিব রিটন বড়ুয়া, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমির দত্ত, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।