॥ ভ্রাম্যমান প্রতিনিধি ॥
স্যালভেশন বাংলাদেশ ভালোবাসার একটি নাম। সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে এর প্রতিটি কাজ, দূরদর্শিতা সত্যিই চোখে পড়ার মতো। একদল তরুণ মিলে গড়ে তুলে এই তরুণ সংগঠন স্যালভেশন বাংলাদেশ।
বুধবার (২৪ নভেম্বর) রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় স্যালভেশন বাংলাদেশের একটি বিশেষ সভা। উপদেষ্টা, সদস্যবৃন্দের উপস্থিতিতে আলোচনায় সমাজের বেশকিছু সমস্যার কথা উঠে আসে।
আলোচনায় সমাজের এসকল সমস্যার বিভিন্ন দিক পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্যালভেশন বাংলাদেশের উপদেষ্টা জুয়েল বড়ুয়া। এসময় তিনি “প্রজেক্ট স্বাবলম্বী” এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ সভায় তিনি বলেন, যারা অর্থের কারণে বর্তমানে প্রযুক্তি শিক্ষা নিতে পারছে না, সেক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে কাউকে স্বাবলম্বী করে তুলতে পারলে সে আরও দশ জনকে সহযোগিতা করবে। “প্রজেক্ট স্বাবলম্বী” এর আওতায় সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি আইটি শিক্ষা প্রদান এবং অনলাইনে অর্থ উপার্জন পর্যন্ত সহযোগিতা করবে এই সংগঠন।
এছাড়া আরও বেশকিছু উদ্যোগ এবং প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয় যা খুব শীঘ্রই শুরু করবে স্যালভেশন বাংলাদেশ।