রাঙামাটিতে প্রথম বারের মতো চালু হলো এলপিজি গ্যাস ফিলিং স্টেশন

515

|| স্টাফ রিপোর্টার ||

রাঙামাটিতে প্রথমবারের মতো চালু হয়েছে এল.পি.জি গ্যাস ফিলিং স্টেশন। শহরের রাঙাপানি এলাকায় শনিবার সকালে এই এলপিজি গ্যাস স্টেশন উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। উদ্যোক্তা হাজি মোঃ মুছা মাতব্বর জানান, রিক্সাবিহিীন শহর রাঙামাটিতে বিপুল পরিমাণ অটোরিক্সা রয়েছে।

জ্বালানী হিসেবে পেট্রোলের তুলনায় এলপিজি সাশ্রয়ী হওয়ায় অনেক অটোরিক্সা চালক কষ্ট করে রাউজান-রাণীর হাট গিয়ে গ্যাস সংগ্রহ করে। এ ছাড়াও রাঙামাটি শহরে ভাড়ায় চালিত অনেক কার মাইক্রো রয়েছে যারা জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করে। এসব ক্ষুদ্র উদ্যোক্তার কথা চিন্তা করেই আমরা প্রথমবারের মতো পাহাড়ি শহর রাঙামাটি এলপিজি ফিলিং স্টেশনের ব্যবস্থা করেছি। ‘হাজী আব্দুল বারী মাতব্বর এল.পি.জি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশন নামের এই প্রতিষ্ঠানের অবস্থান শহরের একপ্রান্তে হওয়ায় এটা পরিবেশ সম্মত হয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দীন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলপি গ্যাস স্টেশনের সত্ত্বাধিকারী হাজী মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান সহ আরো অনেকে।

রাঙামাটিতে প্রথমবারের মতো গ্যাস স্টেশন চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন পরিবহন চালকরা। তারা জানান, এখন থেকে পর্যটকবাহী পরিবহনগুলো ঘুরতে এলেও সহজে গ্যাসের সুবিধা ভোগ করতে পারবে।