রাঙামাটিতে ফাতেমা (রাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

110

ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা কার্যালয়ের উদ্যোগে খাতুনে জান্নাত হযরত ফাতেমা (রাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান রাঙামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক জনাব মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ১৬/১০/২০২২ খ্রি. তারিখে কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল-কাদেরী।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আশহাদুল ইসলাম। বিশেষ আলোচক হিসাবে আরো উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মিরাজ উদ্দিন। এছাড়াও জেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক প্রকল্পের শিক্ষিকা প্রতিনিধিসহ ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মিলাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি