রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের সমাপনী

336

॥ এম.নাজিম উদ্দিন ॥

রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৮ জুন চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে বালক দলে কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে নয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ফাইনালে বালিকা দলে হাজাছড়ি মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে সুশেন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন। রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপাস খীসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী প্রাথমিক অফিসার জগদিশ চাকমা। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।