রাঙামাটিতে বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে দিনব্যাপী কর্মশালা

138

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন, যার যার অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে সাহায্য করতে হবে, এখানে গণমাধ্যম ও সাংবাদিকরা প্রধান ভূমিকা রাখতে পারে।
আমাদের এই মন-মানসিকতা তৈরি করতে হবে। তাহলে আমরা নিজেরা নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো। বাল্য বিবাহ প্রকিরোধে গ্রীন হিল যে উদ্যোগ নিয়েছেন তা ভালো ভূমিকা রাখবে।

মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিলের সম্মেলন কক্ষে সিইএমবি এর আয়োজনে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নের প্রেক্ষিতে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণমাধ্যমকর্মীরা বাল্যবিবাহ রোধে তাদের উৎস হিসেবে সাহায্যে করতে হবে। তাহলে দ্রুত বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, গ্রীনহিল এর প্রোগ্রাম ফোকাল শাইলো মং মারমা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিতা দাশ, শাহাবিনা সুলতানা, কো-অডিনেটর টিটু তালুকদার সহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।

কর্মশালায় গণমাধ্যম কর্মীদের বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-২০১৮ সর্ম্পকে ধারণা দেয়া হয় এবং কিভাবে কর্মপরিকল্পনা গ্রহন করে বাল্যবিবাহ নিরোধ করা যায় তার প্রাথমিক ধারণা দেয়া হয়। বাল্যবিবাহ নিরোধে জরুরী প্রয়োজনে সরকারের হেল্পলাইন-১০৯,৩৩৩ এবং ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হয়েছে।