॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কর্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, পৌর বিএনপির সভাপতি এসএস শফিউল আজম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী, জাসাসের সাধারণ সম্পাদক কামাল হোসেন, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক পুনেন্দ্র চাকমাসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন- রাজপথের আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগ সরকার পতন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকার লুটপাটের মাধ্যমে রিজার্ভ খালি করেছে। যার খেসারত সাধারণ জনগণকে দিতে হচ্ছে। বক্তারা আগামীর আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।