॥ স্টাফ রিপোর্টার ॥
৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাঙামাটিতে বিজ্ঞান মেলা এবং ৪৪তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুধবার সকালে রাঙামাটি জিমনেশিয়ামে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহামুদ।
এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
এতে বিভিন্ন পর্যায়ে স্কুল, কলেজ, বিজ্ঞান ভিত্তিক ক্লাবসহ ৩০টি প্রতিষ্ঠান মেলায় অংশ্রগ্রহণ করে। আজ ২৫শে মে মেলা শেষ হবে।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উদ্বোধন করা হয়। পরে আগত অতিথিরা বিজ্ঞান মেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন।
মেলায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা ‘প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবনধার’, ‘বিদ্যুৎ সাশ্রয়ী উন্নত শহর’, ‘সোলার এবং উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন’, ‘বিদ্যুৎ সংকটে বিদ্যুৎ তৈরির উৎস’, ‘বায়ু সেচ প্রকল্পসহ নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন।