॥ স্টাফ রিপোর্টার ॥
“গাড়ি আমার, বাড়ি আমার রাখছি পরিষ্কার, নোংরা করছি দেশের মাটি, দেশটা তবে কার?” দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিকে তথা সারা বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডি ক্লিন রাঙামাটি। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় জেলার মানিকছড়িস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র ভাষ্কর্যে রাঙামাটি জেলা ও উপজেলার সকল সদস্যরা মিলে সম্পন্ন হলো বিডি ক্লিনের ১ম সদস্য সম্মেলন।
এসময় তারুণ্যের স্বপ্নকে বাস্তবায়ন করতে কী পদক্ষেপ নেওয়া যায় এ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় জেলা টিম মনিটর নির্বাচিত করা হয় এবং কাউখালী উপজেলার সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া সেরা সদস্যদের ক্রেষ্ট ও সাটিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের মানুষের মন-মানসিকতা পরিবর্তন, যত্রতত্র ময়লা ফেলার বদঅভ্যাস পরিহার করে নিজ বাড়ির আঙ্গিনা, আশেপাশের পরিবেশ, জেলা এবং সারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবী জানান।
বক্তারা আরও বলেন, “আমাদের লক্ষ্যে হচ্ছে ২০২১ সালেই একটি পরিচ্ছন্ন রাঙামাটি তথা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই আমরা। ১জন মানুষ যদি একটি স্বপ্ন দেখতে পারে তাহলে আমরা ত্রিশ হাজার মানুষ এই স্বপ্ন বাস্তবে রুপ দিতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য প্রয়োজন শুধু সচেতনতা, প্রয়োজন শুধু মন-মানসিকতার পরিবর্তন। তাহলেই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে শতভাগ সাফল্য অর্জন করতে পারবো। এসময় কাউখালী উপজেলা উপ-সমন্বয়ক মির্জা কাদের স্বপনের সভাপতিত্বে সকল উপজেলা ও জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।