॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরে প্রয়োজনীয় সেফটি সরঞ্জাম না নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মেরামত কাজ করার সময় নিচে পড়ে মৃত্যু হয়েছে এক বিদ্যুৎ কর্মচারির। আইয়ুব হেলাল নামের এই বৈদ্যুতিক কর্মী বুধবার সকাল ৮টার দিকে রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় দুর্ঘটনার শিকার হন। তিনি বিদ্যুৎ বিভাগের মেরামত সহকারী ছিলেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন।
সংশ্লিষ্টরা জানায়, সকাল ৮টার দিকে বিদ্যুৎ বিতরণ থেকে আসা ওই টিম চম্পক নগর এলাকায় ট্রান্সফর্মার মেরামতের কাজ করতে আসে। হেলাল উদ্দিন বৈদ্যুতিক খুঁটির উপর উঠে কাজ করতে গেলে সেখান পড়ে পড়ে মারাত্মকভাবে আহত হন এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়। সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তার আগেই হেলালের মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানিয়েছেন, সকালে জরুরী বিভাগে একজন আহতকে আনা হয়। যার মধ্যে কোনো প্রাণের স্পন্দন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা জানতে পারি যে, মৃত ব্যক্তি বিদুৎ বিভাগের কর্মচারি।
নিহতের স্বজনদের দাবি বৈদ্যুতিক সকের কারণে খুঁটি থেকে পড়ে গিয়ে হেলালের মৃত্যু হয়েছে। নিহতের ভাই বেলাল বলেন, তার ভাইয়ের মৃত্যুতে সংশ্লিষ্টদের অবহেলা ছিল। ছোট ভাইয়ের এই মৃত্যুতে তার দুইটি ছোট ছোট কন্যা সন্তানসহ পরিবারটির আর কোনো অবলম্বন রইলো না। তাই নিহতের পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন জানিয়েছেন, চম্পক নগর এলাকায় কাজ করার সময় সংযোগ লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। তিনি বলেন, ট্রান্সফরমারের উপর দাঁড়িয়ে কাজ করার সময় হয়তো সে ব্যালেন্স রাখতে না পেরে নীচে পড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ থাকলেও ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগেও রাঙামাটি বিদ্যুৎ মেরামতের সময় বিদ্যুৎ কর্মী দুর্ঘটনায় পড়ার একাধিক নজির রয়েছে। এ জন্য সঞ্চালন সার্ট ডাউনের দায়িত্বে নিয়োজিত এসবিএর অবহেলাকে দায়ী করেছে একটি সূত্র। জানা গেছে, বিদ্যুৎ অফিসে বর্তমানে কয়েকজন নিয়োগ বহির্ভূত স্টাফও কর্মরত আছে। বারবার ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় অবহেলা অভ্যাসে পরিণত হয়েছে বলে দাবি ওই সূত্রটির।
এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মচারিরা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল ঝুঁকিভাতা পেলেও অত্যন্ত ঝূঁকি নিয়ে বিদ্যুতায়নের কাজ করা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা ঝূঁকি ভাতা পায় না।