রাঙামাটিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

415

॥ স্টাফ রিপোর্টার ॥
আকস্মিক অভিযানে রাঙামাটি শহরের মাদক সম্রাজ্ঞী খ্যাত মোছাম্মৎ আলেয়া বেগমকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। অভিযানে পাঁচশত পিচ ইয়াবাসহ তাকে প্রেপ্তার করা হয়। বুধবার সকালে শহরের রিজার্ভ বাজার ১নং ওয়ার্ডের মহসিন কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলেয়া বেগম শহরের ইয়াবা ব্যবসায়ী নাছির উদ্দিনের স্ত্রী। রাঙামাটি জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে বাসা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় নাছির উদ্দিন বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়।

জানা যায়, মহসিন কলোনীর মৃত চুন্নু মিয়ার ছেলে নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার আত্মীয়স্বজনের অনেকেই এই ব্যবসার সাথে জড়িত। একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছে। নাছিরের স্ত্রী আলেয়া বেগমও ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলার ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার নাছির ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টিম নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। এসময় নাছির পালিয়ে যায়। পাঁচশত পিচ ইয়াবাসহ নাছিরের স্ত্রী আলেয়া বেগমকে গ্রেপ্তার করি।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা হাজতে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে কোর্টে চালান করা হবে বলে ওসি জানান।