॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। “সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি” এই প্রতিপাদ্যে রোববার রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন,রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম,জেলা সমাজ সেবা উপ-পরিচালক ওমর ফারুক,অতিরিক্ত পরিচালক রুপনা চাকমা,জেলা রোভার স্কাউট সম্পাদক নুরুল আবছার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমর চান চাকমা,দৃষ্টি প্রতিবন্ধী সুকোমল ত্রিপুরা প্রমুখ।
আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের সাদাছড়ি এবং অন্যান্য প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।