রাঙামাটিতে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

387

॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটিতে জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এর আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উক্ত অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়। সভাপতিত্ব করেন ব্র্যাক জিআরইএসপি’র চিফ অব পার্টি মো. মাহমুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা (উপমা), জেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তৌহিদ তালুকদার, আলকদম উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম ফারুক, সহকারী সমাজ সেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা, থানচি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা লালচান চাকমা, ব্র্যাকের এরিয়া ম্যানেজার পুষ্পিতা চাকমা,সেলিনা পারভিন প্রমূখ।