রাঙামাটিতে মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক হরি কিশোর

335

OLYMPUS DIGITAL CAMERA

॥ মঈন উদ্দীন বাপ্পী ॥ রাঙামাটিতে মটর সাইকেল দূর্ঘটনায় দৈনিক প্রথম আলো পত্রিকার রাঙামাটির স্টাফ রিপোর্টার সাংবাদিক হরি কিশোর চাকমা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইন্সটিটিউট পাশ্ববর্তী ভেদভেদী সড়কে এ ঘটনা ঘটে।
হাসপাতালে অবস্থানরত তার স্বজনরা জানান, তিনি কিভাবে এ দূর্ঘটনার স্বীকার হয়েছে আমরা জানি না। তবে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজের ছাত্ররা রাতে ঘুরার সময় দূর্ঘটনায় কবলিত সাংবাদিক হরি কিশোর চাকমাকে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়।
রাঙামাটির সিভিল সার্জন ডা: স্নেহ কান্তি চাকমা জানান, সাংবাদিক হরি কিশোর চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।