॥ মোঃ নাজিম উদ্দীন ॥
নিজ মাতৃভাষায় বই পেয়েছে রাঙামাটির চাকমা,মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ২৭ হাজার শিক্ষার্থী। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এবার জেলার প্রায় এক লাখ ৭৩ হাজার শিক্ষার্থীর মাঝে প্রায় ১৩ লাখ ৫৬ হাজার বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকে চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের ২৭ হাজার ৫৯১ শিক্ষার্থীর মাঝে ৬২ হাজার ৩৯১টি বই বিতরণ করা হয়েছে।
এছাড়া প্রাথমিকে ৯৬ হাজার ১২৫ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে তিন কোটি ৯৪ হাজার ২২০টি বই। নিম্নমাধ্যমিক, মাধ্যমিক,মাদরাসা ও কারিগরির ৫০ হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে ৯ লাখ বই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাজ্জাদ হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে এবার বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে চাকমা,মারমা,ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীরা নিজ মাতৃভাষায় বই পেয়েছে।
জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, এবার মাধ্যমিকে ১-১২ তারিখ পর্যন্ত চার ধাপে বই দেয়া হবে। প্রথম দিনে বই হাতে পেয়েছে নবম শ্রেণির শিক্ষার্থীরা।