রাঙামাটিতে মিথ্যা মামলা করে ফেঁসে গেলো বাদী ॥কারাদন্ডসহ জরিমানা

317

॥ স্টাফ রিপোর্টার ॥
মিথ্যে মামলা করে নিজেই ফেঁসে গেলেন মামলার বাদী। মিথ্যার দায়ে এই বাদীকে ২বছরের সশ্রম কারাদন্ডসহ ৫হাজার টাকা জরিমানা করেছে রাঙামাটির আদালত। রোববার সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মন মিলন চাকমা। তিনি নানিয়ারচর উপজেলার মরাচেঙ্গীমুখ এলাকার কিরণ মোহন চাকমার ছেলে। স্থানীয় ২৭জনকে বিবাদি করে তিনি গত ২৩/০৪/২০১৮ তারিখে নাননিয়ারচর থানায় মামলা নং-৪ দায়ের করেন। মামলাটি মিথ্যে প্রমাণীত হওয়ায় আদালতে নন.জি.আর নং-০৬/২০১৯ মামলার রায়ে এ সাজা ঘোষণা করা হয়। করোনাকালে রাঙামাটিতে এটি দ্বিতীয় রায়।