রাঙামাটিতে মেয়র ও কাউন্সিলর পদে তিন জনের মনোনয়নপত্র বাতিল

450

Rangamati Election-02

স্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে একজন মেয়র প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। জমা দেওয়া ৮ জন মেয়র প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শনিবার রিটানিং অফিসার মো. মোস্তফা জামান এর সভাপতিত্বে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। বাতিল হওয়া মেয়র প্রার্থী হলেন, মুজিবুর রহমান দিপু এবং কাউন্সিলর প্রার্থীরা হলেন, আয়েশা বেগম ও শ্যামলী ত্রিপুরা। তাদের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ এবং সঠিক কাগজপত্র জমা না দেওয়ায় মনোনয়ন বাতিল করা হয়। বাছাই অনুষ্ঠানে সকল প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান