রাঙামাটিতে মৎস্যজীবি লীগের স্বীকৃতির ৪র্থ বর্ষপূর্তি পালিত

132

॥ স্টাফ রিপোর্টার ॥

২৯ নভেম্বর আওয়ামী মৎস্যজীবি লীগকে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা।

জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন দাশ রবির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সদস্য জাহিদ আক্তার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয়ন শংকর চাকমা।

এসময় জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি রতন দাশ, বিমল বড়–য়া, ও দেবব্রত চৌধুরী কুমকুম, যুগ্ম-সম্পাদক মো. ইসহাক, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র দাশ, পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি শ্যামল চৌধুরী, জেলার মহিলা সম্পাদিকা পূরবী বড়–য়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. তাহের উদ্দিন, সদস্য ঝন্টু বড়–য়া সহ মৎস্যজীবি লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মৎস্যজীবি লীগের স্বীকৃতির ৪র্থ বর্ষপূতি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।