রাঙামাটিতে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেন এমপি চিনু

295

dr-photo

স্টাফ রিপোর্টার- ৯ সেপ্টেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: আর্থিক স্বচ্ছলতা থাকলে মানুষ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হয় না। বৃহত্তম এই কাপ্তাই হ্রদে সুপরিকল্পিতভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা গেলে জেলার মানুষের আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায়ও রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও রাজস্ব আয় বৃদ্ধি করা সম্ভব।

বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই হ্রদের পাহাড়ি ঘোনায় বাঁধ দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ করতে মাছ চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এ কথা বলেন।

রাঙামাটি সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রাঙামাটি জেলা পরিষদ সদস্য লেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে ২০১৬-১৭ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর, জেলা মৎস্য প্রকল্প পরিচালক আব্দুল রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনী আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে রাঙামাটি শহরের ১০ জন খামারীর মাঝে ১২ কেজি করে মাছের পোনা বিতরণ করা হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান। সূত্র, অন্য মিডিয়া