রাঙামাটিতে যাত্রা শুরু করলো এসআর মাছের আড়ৎ

293

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে সকল প্রকার সামুদ্রিক, পুকুর ও লেকের মাছ এবং শুটকি পাইকারী ও খুচরা বিক্রয়ের প্রতিষ্ঠান এস আর মাছের আড়ৎ যাত্রা শুরু করেছে। শুক্রবার সকালে শহরের ফিসারীঘাট শান্তিনগর এলাকায় সামুদ্রিক, পুকুর ও লেকের মাছ খুচরা ও পাইকারী বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

এবিষয়ে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সজল দাশ বলেন- রাঙামাটি বাসীকে সুলভ মূল্যে সকল প্রকার সামুদ্রিক, পুকুর ও লেকের মাছ এবং শুটকি পাইকারী ও খুচরা বিক্রয়ের লক্ষ্যে আমরা এসআর মাছের আড়ৎ এর যাত্রা শুরু করেছি। আমরা বিয়ে বা যেকোন অনুষ্ঠানেও মাছ সাপ্লাই করব। তাই তিনি সকলকে এসআর মাছের আড়ৎ থেকে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানান।