রাঙামাটিতে যাত্রা শুরু করলো শেফা ডায়াগনস্টিক সেন্টার

240

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে চিকিৎসা সেবার মান আরো উন্নত ও উন্নয়নের লক্ষ্যে ফ্রি চিকিৎসার মাধ্যমে শেফা ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু করেছে। শুক্রবার সকালে রাঙামাটি শহরের বাণিজ্যিক এলাকার বনরূপার রহমান মার্কেটের ২য় তলায় অত্যাধুনিক শেফা ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন, চট্টগ্রাম ইনষ্টিটিট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডাঃ নুপুর কান্তি দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরী, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবু সৈয়দ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. প্রলয় মল্লিক (আকাশ), বনরূপা রহমান মার্কেটের সত্ত্বাধিকারী মো. আফসার আলম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মিন্টু, শেফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ এমদাদুল ছালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ এমদাদুল ছালেক জানান, আগে কোনো উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় রাঙামাটির মানুষজনের চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এ কথা চিন্তা করে রাঙামাটি শহরে আমরা উন্নত ও ডিজিটাল মেশিন দিয়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারটি চালু করেছি। এখানে প্যাথলজি, সেরোলজি, মাইক্রোবেটিক, বায়োকেমেস্ট্রি (অটো এনালাইজার), ডায়াবেটিক এইচবিএসি নির্ণয়, ফোরডি কালার আল্ট্রাসনোগ্রাফী, ফোরডি ইকোকার্ডিওগ্রাফী, ডিজিটাল এক্সরে, এন্ডোসকপি, ই.সি.জি হরমোন, টিকাদান, হোম সার্ভিস সহ ইত্যাদি সার্ভিস দেওয়া হবে। এই ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মাধ্যমে রোগীদের আগের তুলনায় আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।