রাঙামাটিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

371

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে বিএনপির দলীয় কার্যালয় মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির। সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহিদা আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জাসাসের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ প্রমূখ।

আলোচনা সভার পর কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।