রাঙামাটিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে র‍্যালি ও আলোচনা

154

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুবদলের শত শত নেতাকর্মী বর্ণাঢ্য র‌্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম। বক্তব্য রাখেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ চৌধুরী, যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।