॥ স্টাফ রিপোর্টার ॥
বিএনপি-জামাতের দেশ বিরোধী নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা, শহর ও সদর থানা যুবলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পরে বনরুপা হ্যাপিড় মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, সহ-সভাপতি সাইদুল আলম স্বপন।
এসময় জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শরীফ উদ্দিন, যুগ্ম সম্পাদক সুজন বড়–য়া রিটু, শহর যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের রাফি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব খান শিবলু, সদর থানা যুবলীগের সভাপতি হাজী মোঃ আবু মুছা, সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা সহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।