॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির কাপ্তাই ও কাউখালীতে পৃথক অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ও চাঁদা কালেক্টরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ও ভোরে যৌথবাহিনী আলাদাভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
কাউখালী অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল্ল (পিপিএম) জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া চেক পোষ্টে ডিউটিকালীন সময় একটি সিএনজিতে তল্লাসী চালিয়ে সেনাবাহিনী একটি পিস্তল ৬ রাউন্ড এ্যামোনিশন, নগদ ১,৬৬০ টাকা ও ১টি মোবাইল ফোন সহ এক সন্ত্রাসী কে আটক করে। আটককৃত নাছিম চাকমা (৩২) রাঙামাটি জেলা সদর থানার হাজাছড়া গ্রামের লক্ষীমোহন চাকমার ছেলে।
চন্দ্রঘোনা থানার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, কাপ্তাই সেনাজোন ও চন্দ্রঘোনার থানার যৌথ অভিযানে শুক্রবার ভোরে চীৎমরং ইউনিয়নের আগাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের চাঁদা সংগ্রহকারী হ্লাসুইউ মারমা প্রকাশ জুনি চৌধুরীকে আটক করা হয়েছে। সে পাচঁটি বন আইনে পলাতক আসামী বলেও জানান ওসি। তার বিরুদ্ধে দূর্গম পাহাড়ে জেএসএস হয়ে চাঁদা সংগ্রহের অভিযোগ রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।