॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে রাঙামাটিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ৫১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দায়িত প্রাপ্তরা হলেন- সভাপতিঃ মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া।
সহ-সভাপতিঃ সুকুমার বড়–য়া, চন্দ্রা দেওয়ান, সুরঞ্জিত চাকমা, অনিল বিকাশ খীসা, উতংক মনি চাকমা, শ্যামল চাকমা, নুরুল ইসলাম, মোঃ হানিফ। সচিব-শিবলী শান্তি চাকমা, যুগ্ম-সচিব রন বিকাশ চাকমা, বিপিন বিকাশ চাকমা।
সাংগঠনিক সম্পাদকঃ নন্দ লাল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আমীর হোসেন, অর্থ-সম্পাদক-মঙ্গল মনি চাকমা, সহ-অর্থ সম্পাদক আবু সালেহ মুহাম্মদ জাফর, প্রচার সম্পাদকঃ সুরেশ বিহারী চাকমা, সহ-প্রচার সম্পাদকঃ মোঃ হারুন অর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদকঃ ব্রহ্ম চাকমা, সহ- সমাজ কল্যাণ সম্পাদকঃ মো: আবু সুফিয়ান, দপ্তর সম্পাদকঃ সুবিমল তঞ্চঙ্গ্যা, সহ-দপ্তর সম্পাদকঃ চন্দ্র হংস চাকমা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকঃ রিপন ঘোষ, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকঃ গোলাম কিবরিয়া টিটু, মহিলা সম্পাদিকাঃ দীপ্তি চাকমা, সহ- মহিলা সম্পাদিকাঃ ইনু চাকমা, ক্রীড়া সম্পাদকঃ রবি রঞ্জন চাকমা, সহ- ক্রিড়া সম্পাদকঃ সুনীল কান্তি তঞ্চঙ্গ্যা, সদস্য মেঘবর্ণ চাকমা, সম্প্রীতি চাকমা, স্বাগত চাকমা, সুনীল কান্তি চাকমা, শান্তি পূর্ণ চাকমা, অমলেন্দু চাকমা, মো: ইসমাইল হোসেন, গুন রঞ্জন চাকমা, অমর কৃষ্ণ চাকমা, পরিচয় চাকমা, প্রবেশীকা চাকমা, প্রদীপ চাকমা, বাবুর্চ্চে মার্মা, কামাল উদ্দিন, সাধন দেব চাকমা, রঞ্জিত কুমার নাথ, অরবিল দেওয়ান, সন্তোষ চাকমা, সম্প্রীতি চাকমা, ইয়াসমিন আক্তার, শেফালি চাকমা, নবীন ধর চাকমা, রতন চাকমা।