রাঙামাটিতে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

111

॥ স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় আয়োজিত ৭দিন ব্যাপি কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শিশু-কিশোরদের অংশগ্রহণে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শিশু একাডেমি মিলনায়তনে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। বিশেষ অতিথি ছিলেন- মানবাধিকারকর্মী নিরুপা দেওয়ান, প্রাক্তন জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা। উদ্বোধনের পর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৭দিন ব্যাপি শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে রাঙামাটি শিশু একাডেমি।