রাঙামাটিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

298

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে রাঙামাটিতে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার দীপিকা খীসা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমূখ।