রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

611

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে শহিদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ভেদভেদী বিকেলে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের আয়োজনে শহরের দক্ষিন মুসলিম পাড়া মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা।

শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি রিটন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- পাঠাগারের উপদেষ্টা সমীর দত্ত, আব্দুল হাই, উপদেষ্টা ও ফুরোমন ক্লাবের সভাপতি রবিন্দ্র চাকমা বর্ম, উপদেষ্টা ফজলুল করিম, মোঃ সোহেল।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।