॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলার সদর উপজেলাধীন সংঘারাম পালি কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের ভেদভেদির রাঙ্গাপানি সংঘারাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পালি কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় সংঘারাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহথেরো, বৌদ্ধ ধর্মীয় গুরু ধর্মকীর্তি মহাথেরো, ধর্মালংকার মহাথেরো, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল মাওলা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রিটন বড়–য়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১কোটি টাকা ব্যয়ে সংঘরাম পালি কলেজ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অতিথিরা মধু পূর্ণিমা ঘিরে সংঘারাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। এসময় অসংখ্য উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।