॥ স্টাফ রিপোর্টার ॥
“সম্প্রদায়িকতা রুখো, সনাতনী সমাজ জাগো” প্রতিপাদ্যে নড়াইলের দিঘলিয়া ও লোহাগড়ায় সনাতনীদের নির্যাতন সহ সারাদেশে সনাতনী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছল ও সামাবেশ করেছে সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলা শাখা।
সোমবার বিকালে সনাতন যুব পরিষদের নেতৃবৃন্দ পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে প্রতিবাত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অজিত শীল এর সভাপতিত্বে ও সদস্য মিশু মল্লিকের সঞ্চালনায়- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটির সভাপতি অমর কুমার দে, সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক রাজীব শীল, রাঙামাটি পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, সহ-সভাপতি রণধীর চক্রবর্তী, সনাতন যুব পরিষদ পৌর শাখার সভাপতি উজ্জল চৌধুরী, ঘাতক দালাল নিমূল কমিটি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, জাতীয় হিন্দু মহাজোট রাঙামাটি জেলার সভাপতি সুজন দেব, গীতা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহা, রাঙামাটি মেডিকেল কলেজ বানী অর্চনা সংসদের সাবেক সভাপতি ডাক্তার ¯েœহাশীষ চক্রবর্তী, রাবিপ্রবি সনাতন যুব পরিষদের সভাপতি সজিব সিংহ সহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের নির্যাতন সহ সারাদেশে সনাতনী শিক্ষকদের উপর হামলান নিন্দা ও প্রতিবাদ জানান। এর পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।