॥ স্টাফ রিপোর্টার ॥
আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে দুর্র্বৃত্ত কর্তৃৃক ইসলামি আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থীকে হেনস্তার অভিযোগ এসেছে। শুক্রবার (১৪ই জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০ টায় দলীয় অফিস থেকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে তুলে নিয়ে শারীরিকভাবে হেনস্তা এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয় অজ্ঞাত কয়েকজন।
এসময় সম্ভাব্য প্রার্থী ইসমাইল হোসেনের কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা ও মনোনয়নের জরুরী কাগজপত্র কেড়ে নেয় দুর্র্বৃত্তরা। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ইসমাইল হোসেন মনোনয়ন দাখিল করতে না পারায় ক্ষোভ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।