রাঙামাটিতে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কৃষকদলের আলোচনা

114

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।

জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক নুরুল কবির বাচা’র সভাপতিত্বে ও সদস্য সচিব ফনিন্দ্র চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন আকাশ, জ্যোতি বসু চাকমা, সদর উপজেলা শাখার সভাপতি জ্ঞানময় চাকমা, সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা, পৌর শাখার সভাপতি অমর বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক ত্রিনয়ন চাকমা, কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ, বরকল উপজেলার সাধারণ সম্পাদক সুনেন্টু চাকমাসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে জেলার যুগ্ম আহ্বায়ক আদিত্য চাকমা, সদস্য রিংকু চাকমা ও সুড়মনি চাকমাসহ মৎস্যজীবি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য মামুনুর রশিদ মামুন- নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে মৎস্যজীবি দলকে শক্তিশালী করতে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।