রাঙামাটিতে সাংবাদিকতায় তিন দিনের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

490

OLYMPUS DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, সাংবাদিক একটি মহৎ ও সমাজ সেবামুলক পেশা। সমাজ উন্নয়নের পথে সংবাদিকরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। সাংবাদিকের মাধ্যমে আমরা দেশবাসী ও সারা বিশ্ব সংবাদ পায়। তারা একদিকে যেমন সমাজ উন্নয়নে কাজ করে, অন্যদিকে অন্যায়ের সাথে আপোষহীন সংগ্রাম করে। আর পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান সাংবাদিকদের বলেন, আপনারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করুন। কারণ জাতি আপনাদের কাজ থেকে কিছু প্রত্যাশা করে। আপনারাই পারেন জাতিকে সকল কুসংষ্কার, অপসংস্কৃতি থেকে মুক্তি দিতে এবং জাতিকে দেশের প্রতি দায়িত্বশীল হতে শিখাতে। যে কাজ অস্ত্রের ভয় দেখিয়ে সম্ভব নয়। সে কাজ আপনারা সুণিপুণভাবে করে দেখাতে পারেন। কারণ অস্ত্রের চাইতে কলমের শক্তি বহুগুণ বেশী।

রাঙামাটিতে তিনদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে এই দুই দায়িত্ববান কর্মকর্তা এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)’র পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা, রাঙামাটি প্রেস ক্লবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

রোববার রাঙামাটিতে ৭০ জন সাংবাদিকদের নিয়ে দু’টি প্রশিক্ষণ কোর্স শুরু করে বাংলাদেশ প্রেস ইন্সটিউিট (পিআইবি)। সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ এবং অপরটি হলো ইউনিভার্সেল হেল্থ কভারেজ বিষয়ে। তিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স গতকাল শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র মাইনী ও কর্ণফুলী কনফারেন্স রুমে এ প্রশিক্ষণশালা শুরু হয়। প্রশিক্ষণশালার সমন্বয়কারী হিসেবে প্রশিক্ষণের শুভ সূচনা করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট’র প্রশিক্ষক ও সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী। সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণের কার্যক্রম পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে। খ আলী আর রাজ, রহমান মুস্তাফিজ।

বৃষ কেতু চাকমা আরো বলেন, আপনারা যার প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তাদের প্রতি উদাত্ত আহাবান জানাচ্ছি, আপনারা এ প্রশিক্ষণ থেকে যে শিক্ষা গ্রহন করেছেন তা পেশাগত দায়িত্বে কাজে লাগানোর পাশাপাশি সমাজ, জাতি, রাষ্ট্রের জন্য কাজে লাগাবেন। কারণ আপনাদের মাধ্যমে আমরা মুক্তির দোয়ার খুঁজে পাবো। তিনি বলেন, কলমের যথাযথ ব্যবহার জানতে হবে। আজকে অপসাংবাদিকতার জন্য পেশাদার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। আশাকরি এরকম দিন আর থাকবে না। মঙ্গলবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এই কোর্স শেষ হয়। বক্তব্য শেষে সাংবাদিকতায় বুুনিয়াদী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান