॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রাঙামাটি ছাত্রদল।
রোববার (৮ নভেম্বর) বাদ আছর রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে উক্ত কর্মসূচী পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাক মো. ফজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও নগর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম রানা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকতার আহমেদ, সদস্য শরিফুল ইসলাম শাকিল, নগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুজাম্মেল হক রাজু, মো. ইব্রাহীম টিটু, মো. মনোয়ার, সদর থানা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল আহাদ প্রমূখ।