রাঙামাটিতে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের শোক দিবস ঘিরে ত্রাণ বিতরণ

380

॥ ইকবাল হোসেন ॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে গরীব-দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাঙামাটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শহরের মাঝেরবস্তি এলাকায় অবস্থিত শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল রহমান মানিক, সহ-সভাপতি শাহেদ চৌধুরী, মনোজ ত্রিপুরা, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিমুল দে টিংকু, সাবেক ছাত্রলীগ নেতা কৃষ্ণ ঘোস, মোঃ মনু, শহর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিরুপম ত্রিপুরা কালা, সাবেক ছাত্রলীগ নেতা অন্তু বিশ্বাস, রাজু চৌধুরী, বর্তমান পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা অপু, ৩নং ওয়ার্ড সভাপতি রবি, সাধারণ সম্পাদক সৈরভসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।