॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়ার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় পোর্টালটির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়–য়া মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
বার্তা সম্পাদক জুঁই চাকমার সঞ্চালনায় বিশেষ ছিলেন রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ, রাঙামাটি বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চলের সাধারন সম্পাদক তপন কান্তি বড়–য়া ও পার্বত্য চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়–য়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কাগজের পত্রিকার চেয়ে অনলাইন মিডিয়ার সংবাদ দ্রুত প্রচারিত হয়। আমি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয়ার পর থেকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাথে পরিচিত, তাদের সংবাদ প্রকাশনায় নিরপেক্ষতা ও পার্বত্য অঞ্চলের উন্নয়ন আরো বেশী তরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি। তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারন সম্পাদক চৌধুরী হারুনুর রশিদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. আবুল হাশেম, জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম, বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চলের সিনিয়র সহ সভাপতি রবিন্দ্র লাল বড়–য়া সহ রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে রাঙামাটিতে সিএইচটি মিডিয়ার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।