॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলায় সি আর আই এওয়ার্ড প্রাপ্ত-২০১৮ সামাজিক সংগঠন “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” এই পর্যন্ত তাদের ধারাবাহিক কাজের কেন্দ্রীয় ফরমেটে প্রজেক্ট-৬ এবং রাঙামাটি শাখার নিজস্ব উদ্যোগ পর্ব-৪। পবিত্র মাহে রমজানে স্বেচ্ছাসেবীরা গতকাল রাতে রাঙামাটিতে বিভিন্ন এলাকায় সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে। রাতের অন্ধকারে হেঁটে গিয়ে জেলা শহরের তালিকাভুক্ত “স্বেচ্ছাসেবী ও মধ্যবিত্ত” ৪০ টি পরিবারকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। এই দ্রব্যসামগ্রী গুলো ডোর টু ডোর পার্সেল করা হয়েছে।
এই বিষয়ে স্বপ্নযাত্রী’র রাঙামাটি সাধারণ সম্পাদক আহমেদ ইসতিয়াক আজাদ বলেন, “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” শুধুমাত্র রাঙামাটিতে কার্যক্রম অব্যাহত রাখলে এককভাবে বড় প্রজেক্ট নেওয়া হতো। কিন্তু কেন্দ্রের নির্দেশনা মোতাবেক পুরো বাংলাদেশের ৭/৮ শাখায় এমনটা কার্যক্রম চলমান বলেই আমাদের সাধ্যমতো করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা এই কার্যক্রম অব্যাহত রেখে সামনে “ফুডব্যাংক” প্রজেক্ট নিয়ে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছি।