॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাঙামাটি জেলা ও শহর শাখার আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম।
এতে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় জেলা ও শহর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।