রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

380

॥ ইকবাল হোসেন ॥
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকার রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা ওলামা লীগের সভাপতি ক্বারি ওসমান গনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী দিদারুল আলম, তাপস দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ত্রিদিব বড়–য়া টিপু ও ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।