॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকদল অধীনস্থ সকল উপজেলা পৌর ইউনিটের আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মোঃ শাহিন আলম, প্রধান বক্তা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহবুব, স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নাছের।
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।