রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

113

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাঙামাটি জেলা শাখার আওতাধীন ১০টি উপজেলা ও ২টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিবদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাংগঠননিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু নাছের, প্রচার সম্পাদক শাহাদাৎ পারভেজ, সদর উপজেলা শাখার শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলাম মামুন, পৌর শাখার আহ্বায়ক কামাল হোসেনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।

এসময় সকল কমিটির নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করার পাশাপাশি তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। অতিথিরা নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী তাদেরকে দিক নির্দেশনা দেন।

এদিকে কর্মীসভায় মুঠোফোনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।