রাঙামাটিতে হচ্ছে নতুন পরিবার পরিকল্পনা ভবন

284

p.....4

স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটিতে চার কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক মানের পরিবার পরিকল্পনা ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। শহরের চম্পক নগর এলাকায় বুধবার নির্মিতব্য এই ভবনের নির্মণ কাজ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহ নেওয়াজ, জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ডা. রতন কুমার দে’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা । হেলথ্ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী প্রকৌশলী রায়হান উদ্দিন জানান ভবনটি সম্পন্ন করতে প্রায় দেড় বৎসর সময় লাগবে।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান