|| সোহরাওয়ার্দী সাব্বির ||
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানসহ সকল শহীদের স্বরণে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ যুব মহিলালীগ রাঙামাটি জেলা শাখা, সদর উপজেলা , পৌর শাখা উদ্যোগে রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু , জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, প্রচার সম্পাদক মো মমতাজ উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা মৎসজীবীলীগের সভাপতি উদয়ন বড়ুয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।