॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলার ৬৮জনের রিপোর্ট পজেটিভ আসলেও ইতিমধ্যে সিভিল সার্জন অফিস থেকে ১০ জনকে করোনা মুক্ত ঘোষনা করা হলেও সোমবার দুপুর আড়াইটার দিকে নতুনভাবে আরো ১৩ জনকে সুস্থ ঘোষণা করেছে রাঙামাটি সিভিল সার্জন অফিস।
নতুনভাবে সুস্থ ঘোষিত ১৩ জনের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন ডাক্তার, ১ জন স্বাস্থ্য সহকারী, ১ জন আয়া ও তিনজন নার্সসহ সদর থেকে ৭ জন রয়েছেন।
বাদ বাকি ৬ জন জুরাছড়ির বাসিন্দা বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
এতে করে আক্রান্ত ৬৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৩ জন। এদিকে ২০৩ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন মোট ৩০৯ জন, আইসোলেশনে আছেন ১১ জন।