রাঙামাটিতে ৫দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু

427
।। ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।
“আশ্রয়নের আধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ। সোমবার সকালে নিজ কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার সংলগ্ন একটি কক্ষে আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসাইন, রূম্পা ঘোষ, শানজিদা মুস্তারী, মাসুমা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেবা সপ্তাহ উদযাপনের মাধ্যমে জেলার স্থায়ী বাসিন্দাদের মাঝে অনলাইনের নামজারি, মৌজাম্যাপ, জমি বেচাকেনা, সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত ও বেসরকারি সংস্থার জন্য ভূমি অধিগ্রহণ, অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরণ প্রদানসহ ভূমি সংক্রান্ত সেবাসমূহ তুলে ধরার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। এছাড়াও মোবাইলে “ভূমিসেবা অ্যাপস” ব্যবহার করে ভূমি মন্ত্রণালয়ের অধিনে দ্রুততম সময়ে দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি এবং জনবান্ধব ভূমি ব্যাবস্থাপনা নিশ্চিতকরণের ও উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।